বাজার বিশ্লেষণঃ (জুলাই ০৯, ২০১৮),ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সূচক ডিএসইএক্স, গত তিন দিনের টানা বৃদ্ধির প্রবণতার ধারা থেকে বের হয়ে এসে আজ কিছুটা কমেছে। গতকাল থেকে আজ শেয়ার বাজারে মোট বাজার মূলধনের(Market Capitalization) ০.৪০% হ্রাস পেয়েছে । সাথে সাথে বাজার পিই রেশিও ০.০৭ হ্রাস পেয়ে বর্তমানে ১৬.৭৭-তে অবস্থান করেছে। ডিএসইএক্সের দরের আজ মিশ্র ধাঁরা থাকলেও লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে। ব্যাংকিং ও অ-ব্যাংকিং খাতের কিছু শেয়ারের দরের পতনের সাথে সাথে মৌল ভিত্তিক বেশ কিছু শেয়ারের দরের হ্রাসের ফলে, সূচকে নেতিবাচকভাব আসে। বাজার এখানো ৫৩৪০-এর রেজিস্টেন্স জোনটির আশপাশে থাকার জন্য বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান লক্ষনীয়। ডিএসই লেনদেনের সূচক ডিএসইএক্স আজ ২৪.৭৫ পয়েন্ট হ্রাস পেয়ে ৫৩৪১.২৭-তে অবস্থান করছে। লেনদেন বেড়েছে ৮.৭৭ কোটি টাকা মাত্র। শীর্ষ ২০ কোম্পানী মোট লেনদেনের ৪৪.৬৬% দখল করেছে। বিবিএসক্যাবলস (BBSCABLES) শীর্ষ অবস্থানে থেকে আজ ৯.৮২% দর বৃদ্ধি পেয়ে মোট লেনদেনের ৪.৭১% দখল করেছে। দ্বিতীয় অবস্থানে, বসুন্দরা পেপার মিল (BPML) ০.৭২% দর বৃদ্ধি পেয়ে মোট লেনদেনের ৪.৫০% দখল করেছে। টার্নওভারে সেক্টরের অবদান হিসাবে, চামড়া (TANNERY) খাত মোট লেনদেনের ৬.৩৮% দখল করে তার পূর্ববর্তী দিনের থেকে সবচেয়ে বেশী বেড়েছে । অপরদিকে, পেপার (PAPER) খাতে বিনিয়োগকারীদের গতকালের থেকে আগ্রহ কম পরিলক্ষিত হয়। দর বৃদ্ধির দিক থেকে ভ্রমন খাত বৃদ্ধি পেয়েছে ৩.১১%, এরপর চামড়া ২.৯৭% এবং পেপার খাতে ২.৩৬% দর বৃদ্ধি পেয়েছে। সেবা, অ-ব্যাংকিং এবং ব্যাংক খাতে যথাক্রমে -১.৭৮%, -১.১৭%, -১.০৩% দর হারায়। আজ, ডিএসইএক্স –এ, গতদিনের শেষবেলার বিক্রয়ের চাপের ধাঁরা দিনের শুরুতেই দেখা যায়, যা বেলা ১.০০-টার দিকে একবার ঊর্ধ্বগতির ধারায় ফেরার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবনতার কারণে দিন শেষ হয় নেতিবাচকভাবে। বাজারে আজকে ৪৮.০৯% শেয়ারের দর হ্রাস পায়। যদিও বাজার আজ নেতিবাচক ছিল তারপরও ১৯টি খাত বিশ্লেষন করলে ৫০% এর বেশী দর বৃদ্ধি পেয়েছে ১২টি খাতের, তারমধ্যে উল্লেখযোগ্য ছিল সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং, খাদ্য, আইটি, বিবিধ, চামড়া, টেক্সটাইল ও ভ্রমন খাত। যার প্রভাবে, আজ শেয়ার বৃদ্ধি পেয়েছে ১৪১টি কোম্পানির এবং দর হ্রাস পেয়েছে ১৬৪টি কোম্পানির। আজ, ডিএসইএক্স বৃদ্ধিতে লাফার্জ বিবিএস ক্যাবলস (BBSCABLES) এবং সিঙ্গার বাংলাদেশ (SINGERBD) নিয়ামক হিসাবে কাজ করে, অপরদিকে, ব্রাক ব্যাংক (BRACBANK) এবং বিএটিবিসি(BATBC), ডিএসইএক্সের দর হারানোর কারণ হয়। আজকে ডিএসইএক্সের টেকনিক্যাল এনালাইসিসে, শর্ট টাইম ইন্ডিকেটরগুলোতে নেতিবাচক ধাঁরা পরিলক্ষিত হয় কিন্তু লং টাইম ইন্ডিকেটরগুলোর কিছু কিছুতে মিশ্র ধাঁরা দেখা যায়। বাজার সহসাই না বাড়ালে, বিক্রয়ের চাপ আসতে পারে। শীর্ষ দর বৃদ্ধির তালিকাতে আজকেও স্বল্প থেকে মাঝারী মূলধনের খাতের প্রাধান্য দেখা যায়।