শেয়ার বাজার বিশ্লেষণঃ (জুলাই ০৮, ২০১৮) Capital Market Commentary as on 08-07-2018

Home » Index Analysis » শেয়ার বাজার বিশ্লেষণঃ (জুলাই ০৮, ২০১৮) Capital Market Commentary as on 08-07-2018
July 8, 2018 by
শেয়ার বাজার বিশ্লেষণঃ (জুলাই ০৮, ২০১৮) Capital Market Commentary as on 08-07-2018

বাজার বিশ্লেষণঃ (জুলাই ০৮, ২০১৮),ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সূচক ডিএসইএক্স, গত দুই দিন টানা বৃদ্ধির প্রবণতার ধারায় আজ দিন শেষে কিছুটা বেড়েছে। গতকাল থেকে আজ শেয়ার বাজারে মোট বাজার মূলধনের(Market Capitalization) ০.০৭% হ্রাস পেয়েছে । সাথে সাথে বাজার পিই রেশিও ০.০১ হ্রাস পেয়ে বর্তমানে ১৬.৮৪-তে অবস্থান করেছে। ডিএসইএক্সের দরের গতিধাঁরায় চাঞ্চল্য থাকলেও আজ লেনদেনের পরিমান ছিল কিছুটা কম গতকাল থেকে। ব্যাংকিং ও পাওয়ার খাতের কিছু শেয়ারের দরের পতনের সাথে সাথে মৌল ভিত্তিক বেশ কিছু শেয়ারের দরের হ্রাসের ফলে, সূচক, দিন শেষে ধরে রাখতে পারেনি। বাজার এখানো ৫৩৪০-এর রেজিস্টেন্স জোনটির উপরে আছে। যা বাজারের একটি ভালো সংকেত এখনও বহন করছে ভবিষ্যতের জন্য। ডিএসই লেনদেনের সূচক ডিএসইএক্স আজ ৩.৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৩৬৬.০২-তে অবস্থান করছে। লেনদেন কমেছে ১০.৩৪ কোটি টাকা মাত্র। শীর্ষ ২০ কোম্পানী মোট লেনদেনের ৪১.৭৫% দখল করেছে, যা বাজারের শক্তি ফিরে পাবার বিষয়টি প্রকাশ করছে। বসুন্দরা পেপার মিল (BPML) শীর্ষ অবস্থানে থেকে আজ ৮.৭৬% দর হ্রাস পেয়ে মোট লেনদেনের ৭.৪৬% দখল করে শীর্ষ অবস্থানে আছে।আরএসআরএম স্টিল (RSRMSTEEL)  ৮.২৬% দর বৃদ্ধি পেয়ে মোট লেনদেনের ৪.৭৩% দখল করেছে। টার্নওভারে সেক্টরের অবদান হিসাবে,  টেক্সটাইল (TEXTILE) খাত মোট লেনদেনের ২২.৮৪% দখল করে তার পূর্ববর্তী দিনের থেকে সবচেয়ে বেশী বেড়েছে । অপরদিকে, খাদ্য (FOOD) খাতে বিনিয়োগকারীদের গতকালের থেকে আগ্রহ কম পরিলক্ষিত হয়। দর বৃদ্ধির দিক থেকে চামড়া খাত বৃদ্ধি পেয়েছে ২.৪৬%, এরপর সেবা ২.২২% এবং টেক্সটাইল খাতে ১.৬২% দর বৃদ্ধি পেয়েছে। পাট, ভ্রমন এবং লাইফ ইনসিওরেন্স খাতে যথাক্রমে -২.৯৬%, -২.১৮%, -২.০৬% দর হারায়। আজ, ডিএসইএক্স –এ, গতদিনের ক্রয়ের চাপের ধাঁরা দিনের শুরু থেকেই দেখা যায়, যা বেলা ১.০০-টা পর্যন্ত বিস্তৃত থাকে। কিন্তু এরপর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবনতার কারণে দিন শেষ হওয়ার আগে সামান্য বৃদ্ধি পেয়ে শেষ হয়। যারফলে, ইনডেক্স ৪৫.৭৯ পয়েন্টের মতো বেড়েও দিনশেষে মাত্র ৩.৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে শেষ হয়। বাজারে আজকে ৪৮.৬৭% শেয়ারের দর হ্রাস পায়। ১৯টি খাত বিশ্লেষন করলে ৫০% এর বেশী দর হ্রাস পেয়েছে ৭টি খাতের, তারমধ্যে উল্লেখযোগ্য ছিল সিরামিক, খাদ্য, আইটি, পাট, বিবিধ, ফার্মা ও পাওয়ার খাত। যার প্রভাবে, আজ শেয়ার বৃদ্ধি পেয়েছে ১২৮টি কোম্পানির কিন্তু দর হ্রাস পেয়েছে ১৬৫টি কোম্পানির। আজ, ডিএসইএক্স বৃদ্ধিতে লাফার্জ হোলসিম সিমেন্ট (LHBL) এবং গ্রামীণ ফোন (GP) নিয়ামক হিসাবে কাজ করে, অপরদিকে,  ব্রাক ব্যাংক (BRACBANK) এবং বিএটিবিসি(BATBC), ডিএসইএক্সের দর হারানোর কারণ হয়। আজকে ডিএসইএক্সের টেকনিক্যাল এনালাইসিসে, শর্ট টাইম ইন্ডিকেটরগুলোতে ধনাত্মক ধাঁরা পরিলক্ষিত হয় কিন্তু লং টাইম ইন্ডিকেটরগুলোতে মিশ্র ধাঁরা দেখা যায়। শীর্ষ দর বৃদ্ধির তালিকাতে আজকেও স্বল্প থেকে মাঝারী মূলধনের খাতের প্রাধান্য দেখা যায়।

One Reply to “শেয়ার বাজার বিশ্লেষণঃ (জুলাই ০৮, ২০১৮) Capital Market Commentary as on 08-07-2018”

  • সেকান্দার says:

    অনেক সুন্দর বিশ্লেষণ
    ধন্যবাদ

[ccpw id="28"]
Login
All Categories
amarstock.com