বাজার বিশ্লেষণঃ (জুলাই ১১, ২০১৮), আজ ব্যাংকিং খাতের দৌরাত্ম্যের কারণে অন্য সকল খাতের শেয়ারের দরের উত্থানের ধারায় ব্যাঘাত ঘটে। ডিএসইএক্স আজ একসময় ১০৩.৪৯ পয়েন্ট বৃদ্ধি পেলেও দিন শেষে মাত্র ৭.৯৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে শেষ হয়। গতকাল থেকে আজ শেয়ার বাজারে মোট বাজার মূলধনের(Market Capitalization) ০.০৪% বৃদ্ধি পেয়েছে । সাথে সাথে বাজার পিই রেশিও ০.০৭ হ্রাস পেয়ে বর্তমানে ১৬.৭৪-তে অবস্থান করেছে। ডিএসইএক্সের সামান্য বৃদ্ধির সাথে সাথে আজ লেনদেনের পরিমানও বেড়েছে। ব্যাংকিং খাতের শেয়ারের দরের উত্থান হলেও অন্যান্য খাতগুলো ছিল বেশ নিস্তেজ। বাজার এখানো ৫৩৪০-এর রেজিস্টেন্স জোনটির উপরে রয়েছে, যা বাজারের ইতিবাচক ধারাটিকে এখনও ধরে রেখেছে। ডিএসই লেনদেনের সূচক ডিএসইএক্স আজ মাত্র ৭.৯৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৩৭৯.২৪-তে অবস্থান করছে। লেনদেন বেড়েছে ২৭.১০ কোটি টাকা। শীর্ষ ২০ কোম্পানী মোট লেনদেনের ৩৮.০৭% দখল করেছে। যা বাজারের চাঙ্গাভাবকে প্রকাশ করছে। বসুন্দরা পেপার মিল (BPML) শীর্ষ অবস্থানে থেকে আজ ৭.৪৪% দর হারিয়ে মোট লেনদেনের ৩.৫৮% দখল করেছে। দ্বিতীয় অবস্থানে, পেনিনসুলা হোটেল (PENINSULA) ৯.৭৯% দর বৃদ্ধি পেয়ে মোট লেনদেনের ৩.০৭% দখল করেছে। টার্নওভারে সেক্টরের অবদান হিসাবে, বিবিধ (MISC.) খাত মোট লেনদেনের ৯.৯৯% দখল করে তার পূর্ববর্তী দিনের থেকে সবচেয়ে বেশী বেড়েছে । অপরদিকে, টেক্সটাইল (TEXTILE) খাতে বিনিয়োগকারীদের গতকালের থেকে আগ্রহ কম পরিলক্ষিত হয়। দর বৃদ্ধির দিক থেকে ভ্রমন খাত বৃদ্ধি পেয়েছে ২.৬৪%, এরপর সিমেন্ট ১.৭৭% এবং সিরামিক খাতে ১.৭৬% দর বৃদ্ধি পেয়েছে। পেপার, আইটি এবং সেবা খাতে যথাক্রমে -৩.৯৪%, -২.৫৫%, -১.৭৯% দর হারায়। আজ, ডিএসইএক্স –এ, গতদিনের ক্রয়ের চাপের ধারা দিনের শুরুতেই দেখা যায়। যা বেলা ১১.৩০-টা পর্যন্ত বজায় ছিল। এরপর বাজারে বিনিয়োগকারীদের ব্যাংকের শেয়ারের দিকে ঝুঁকতে দেখা যায়। যারফলে, অন্যান্য খাতের শেয়ারের দরের হ্রাস পেতে থাকে এবং এক পর্যায়ে ব্যাংকিং খাতের শেয়ারেরও দর হ্রাস হতে থাকলে তা পুরোটা যেয়ে পড়ে ইনডেক্সের উপর, যা দিন শেষে সামান্য উপরে থেকে শেষ হয়। বাজারে আজকে ৪৬.০৪% শেয়ারের দর হ্রাস পায়। ১৯টি খাত বিশ্লেষন করলে ৫০% এর বেশী দর হ্রাস পেয়েছে ১২টি খাতের, তারমধ্যে উল্লেখযোগ্য ছিল সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং, খাদ্য, আইটি, বিবিধ, ফার্মা, সেবা, ও টেক্সটাইল খাত। যার প্রভাবে, আজ শেয়ার বৃদ্ধি পেয়েছে ১৫৩টি কোম্পানির এবং দর হ্রাস পেয়েছে ১৫৭টি কোম্পানির। আজ, ডিএসইএক্স বৃদ্ধিতে সিটি ব্যাংক (CITYBANK) এবং আল-আরাফাহ (ALARABANK) নিয়ামক হিসাবে কাজ করে, অপরদিকে, বিএটিবিসি (BATBC) এবং বিবিএস ক্যাবলস (BBSCABLES), ডিএসইএক্সের দর হারানোর কারণ হয়। আজকে ডিএসইএক্সের টেকনিক্যাল এনালাইসিসে, শর্ট টাইম ইন্ডিকেটরগুলোতে এখনো ইতিবাচক ভাব থাকতে দেখা যায়। সাথে সাথে লং টাইম ইন্ডিকেটরগুলোতেও ইতিবাচক ধাঁরা বজায় ছিল। আগামীকাল খাত ওয়ারী শেয়ারের দরের বৃদ্ধির ধারা বজায় থাকা জরুরী। শীর্ষ দর বৃদ্ধির তালিকাতে স্বল্প-মাঝারী মূলধনের খাতের প্রাধান্য দেখা যায়।