DSE Trading in near future Late 2018.

Home » Index Analysis » DSE Trading in near future Late 2018.
July 3, 2018 by
Photo: DSE weekly july 2018
DSE Trading in near future Late 2018.

আগামী দিনের মার্কেট : আমার ভাবনা।
Asad ul islam
Equity & Investment analyst
Amarstock.com

***ইন্টারেস্ট রেট : এটা এখন জাতীয় প্রেস্টিজ ইস্যু , মূলত লার্জ ক্যাপ হাই লেভারজেড কোম্পানি , যেমন BSRM , বেক্সিমকো , mjl এমন সব কোম্পানির জন্য দারুন খবর। এখন যদি ১৪% সুদ ১৫০০ কোটি টাকার লোন উপর ( BSRM ) তখন সেভ হবে প্রায় ৭৫ কোটি টাকা (৫% লেস) যা কিনা সরাসরি eps এর সাথে সাথে যোগ হবে. . সো পসিটিভ নিউস। ব্যাংক এর জন্য সাময়িক ক্ষতি হলেও ৬ সরকারি সেভিংস এর রেট কমালে, এবং ২.৫% ট্যাক্স কমাতে মোটামোটি নিউট্রাল এফেক্ট যেহেতু স্প্রেড একই থাকছে।
এখনই অনেক স্ক্রিপ্ট কম দামে চলে আসছে, যারা লং টার্ম ইনভেস্ট করতে চান তাদের জন্য। সহজ একটা হিসাব করতে পারেন প্রজেক্টেড PE লেস দেন ১০ is রিয়েলি এক্সসেলেন্ট ইনভেস্টমেন্ট ফর এ ভাল রেপুটেড কোম্পানি।

***আমরা যারা ডে ট্রেডার বেসিকালি আমাদের জন্য অলওয়েজ মার্কেটে স্ক্রিপ্ট আছে ফর ট্রেডিং। যদি না চরম প্যানিক মার্কেট হয় ২০১১-২০১২ এর মতন, এটলিস্ট ২০+ স্টক ট্রেন্ডিং থাকলে I think any ট্রেডার worth his salt can trade at least two.

***মার্কেট ক্যাটালিস্ট হবে সঞ্চয় পত্রের সুদ এর হার ,এটার দিকে গরম নজর রাখা দরকার। কিছু কিছু কোম্পানি ডাবল এর বেশি আর্নিং আনবে এই জুন ক্লোসিং য়ে , ফান্ড ম্যানেজার্স লাভ দিস স্টাফ।
চীন-আমেরিকা ট্রেড ওয়ার এর কারণে তুলার দাম নিম্ন মুখী যা কিনা যা কিনা দেশি টেক্সটাইল কোম্পানি গুলির আয় বৃদ্ধি করবে। So textiles should be definitely on your watch list.

***মূল ইসু এখন ৫ মাস পরের জাতীয় নির্বাচন। এখন পর্যন্ত যা মনে হচ্ছে কোনো গন্ডগোল হবে না, আমরা আরেকবার একই সরকার পাবো। মার্কেট এফেক্ট নিউট্রাল। কিন্তু ইলেকশন আসলেই বিদেশী ম্যানেজার রা চুপ চাপ টাকা ক্যাশ করে ফেলে যেই দেশে ইলেকশন হচ্ছে। তাই সাপ্লাই সাইড স্ট্রং এখনো। বাট ইলেকশনএর পর আবার টাকা আসবে বাজারে।

Disclaimer: This is a note written purely for amarstock.com blog. Author is a paid employee of amarstock ltd and he or amarstock ltd doesn’t hold any responsibility that might arise from taking trade actions based on this article.

[ccpw id="28"]
Login
All Categories
amarstock.com